• ঢাকা
  • শুক্রবার, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ  শেষে সনদপত্র বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০৫ পিএম;
বেসিক জার্নালিজম,  বিষয়ক প্রশিক্ষণ  শেষে,  সনদপত্র বিতরণ
বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ  শেষে সনদপত্র বিতরণ

অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা আরও বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ঝিনাইদহে তিন দিন ব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।.

 .

সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন সরকারি আমলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহাব্বত হোসেন টিপু। .

 .

এ সময় ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ, পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, এডজাস্ট ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অফ লিভারেল আর্ট এর সম্পাদক নাজিয়া আফরিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।.

 .

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে গত শনিবার থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও কনটেন্ট ক্রিকেটারসহ ৩৫ জন তরুণ সাংবাদিক অংশ গ্রহণ করেন।. .

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ